Jan 10, 2019 / by SANGEN Edu Limited / No Comments

১০০% স্কলারশিপে সাউথ ওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে আপনিও পড়তে পারেন। অসংখ্য বাংলাদেশী রয়েছে এই ইউনিভার্সিটিতে।

চীনে উচ্চশিক্ষা নিতে কেনো ইউনান প্রভিন্স???
ইউনান প্রভিন্স বাংলাদেশ থেকে মাত্র ২ ঘণ্টা দুরুত্তে অবস্থিত, এবং এই প্রভিন্স এর আবহাওয়া প্রায় বাংলাদেশের মতই। ইউনান প্রভিন্সে রয়েছে অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যা কিনা কিছুটা হলেও দেশী খাবারের স্বাদ পূরণ করবে।

বিষয়ঃ সিএসই, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলোজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান এন্ড ইঞ্জিনিয়ারিং।

স্কলারশিপঃ 
১। টিউশন ফিস ফ্রী 
২। হোস্টেল ফিস ফ্রী

অফিসঃ ৩৩ কাদের আর্কেড, চতুর্থ তলা, সাইন্স ল্যাবরেটরি, ধানমণ্ডি, ঢাকা।
বিশেষ সতর্কতাঃ প্রতারনা এবং বিড়ম্বনা থেকে সাবধান থাকুন। শুভহোক আপনার আগামীর পথ চলা।

কেনও সানজেন? 
দীর্ঘ ১১ বছর দেশের বিভিন্ন সেক্টরে সুদক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে, এবং বিশ্বের নামী দামী সকল বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে সরাসরি কাজের অভিজ্ঞতা।

সানজেনের রেয়েছে চীনের ২৩ টি প্রদেশের ইউনিভার্সিটির সাথে সরাসরি এগ্রিমেন্ট। এমবিবিএস, এমপিএইচ, এমডি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ইঞ্জিনিয়ারিং, চায়নিজ লেঙ্গুয়েজ, হোটেল ম্যানেজমেন্ট, সিভিল, বিবিএ, এমবিএ সহ অসংখ্য বিষয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য চীন সরকারের রয়েছে বিশেষ স্কলারশিপ। সেই সাথে মোটা অঙ্কের টাকাসহ পাবেন থাকা-খাওয়ার সুবিধা। বাংলাদেশের শিক্ষার্থীরা গ্রহন করতে পারেন সেই সুযোগ।

Comments

comments